মুভিং মেসেজ ডিসপ্লের প্রচলন আজকাল প্রায় সবখানে। সরকারী-বেসরকারী ভিভিন্ন অফিস, হাসপাতাল, বিপনীবিতানসমূহ মুভিং মেসেজ ডিস্প্লের মাধ্যমে নিজেদের সেবাসমূহ,জরুরী টেলিফোন নাম্বার,খবর ইত্যাদি প্রদর্শণ করে। ট্রাফিক আইন মেনে চলার নির্দেশের জন্যও এইসব ডিসপ্লের ব্যবহার রাস্তাঘাটে আমরা প্রায়ই দেখি।এই টিউটোরিয়ালে আমরা একটি মুভিং মেসেজ ডিসপ্লে তৈরি করব। ডিসপ্লেটি বানাতে নিচের যন্ত্রপাতিগুলো প্রয়োজন।
সার্কিটটি বিভিন্নভাবে সেটআপ করা যাবে। আপনারা চাইলে প্রোগ্রামার দিয়ে মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করে ব্রেডবোর্ডে বসাতে পারেন, চাইলে AVR Trainer kit দিয়ে প্রোগ্রামিং এবং সেটআপ দুটোই করতে পারেন, চাইলে একটু কষ্ট করে একটা পিসিবি বানিয়ে নিতেও পারেন।
সার্কিটটি বিভিন্নভাবে সেটআপ করা যাবে। আপনারা চাইলে প্রোগ্রামার দিয়ে মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করে ব্রেডবোর্ডে বসাতে পারেন, চাইলে AVR Trainer kit দিয়ে প্রোগ্রামিং এবং সেটআপ দুটোই করতে পারেন, চাইলে একটু কষ্ট করে একটা পিসিবি বানিয়ে নিতেও পারেন।
সার্কিটঃ
ডট ম্যাট্রিক্স ডিসপ্লে প্যানেল এবং মাইক্রোকন্ট্রোলারের মধ্যে নিচের কানেকশনটি সম্পন্ন করি।
- Ultra-portable, light weight
- 2.8 “color display 320 * 240
- Micro SD Kaposi-shaped storage
hello
test by dev