Industrial PLC Automation System
Summary
ডিজিটাল বাংলাদেশ গড়তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা যে কত গুরুত্বপূর্ন, তা বুঝা যায় বিভিন্ন প্রাইভেট, স্বায়ত্বশাসিত কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানের অরগানোগ্রাম দেখলে। যেখানে একজন সহকারী প্রকৌশলী / ডিগ্রী ইঞ্জিনিয়ার এর অধীনে ৫/১০ জন উপ সহকারী প্রকৌশলী / ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকে। মূলত এই সকল কোম্পানী / প্রতিষ্ঠানে সরাসরি অপারেশন এবং মেইনটেন্সের কাজে জড়িত থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তাই আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কে দক্ষ ও প্রযুক্তি নির্ভর করে তোলার লক্ষ্যে নর্থ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ২০১২ সাল থেকে কাজ করে আসছে। নর্থ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলাম এ সর্বশেষ ৮ম পর্বের ছাত্র-ছাত্রীদের ৩ মাসের ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিং করানো হয়। এবং বিভিন্ন প্রতিষ্ঠান / কোম্পানির ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষন দেওয়া হয়।
নিম্নের কোর্স টি সকল পলিটেকনিক ইন্সটিটিউট এর ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স টেকনোলজির ছাত্র-ছাত্রীদের জন্যে প্রযোজ্য।
Our Facilities:
- প্রতিটি ব্যাচের ট্রেনিং শেষে ছাএ-ছাএীদের চাকুরীর জন্য আমাদের Job Placement এর ব্যাবস্হা রয়েছে।Job Placement এর মাধ্যমে বিভিন্ন বেসরকারি কোম্পানিতে চাকুরীর ব্যবস্হা করা হয়।এর লক্ষে Job Placement এর মাধ্যমে লিখিত, মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষা নেওয়া হয়। উত্ত পরীক্ষায় অবশ্যই ভাল করতে হবে।
- কোর্স শেষে ছাএ-ছাএীদের প্রজেক্ট করার আইডিয়া এবং যন্ত্রপাতির কেনার জন্য সহযোগিতা করা হয়।
- প্রতি ব্যাচে ছাএ-ছাএীর সংখ্যা হবে ১২-১৫ জন।
- দুই- তিন জন ছাএ-ছাএীর গ্র্রুপ করে Practical করা হয় ।
- প্রতিটি Theory ক্লাশের সঙ্গে সঙ্গে Practical করানো হয় ।
- সাধারণত কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা সম্পর্ন এবং North Bengal Engineering Institute থেকে ট্রের্নি প্রাপ্ত শিক্ষক দ্বারা ক্লাশ নেওয়া হয় ।
- প্রতিটি ব্যাচে নিদিষ্ঠ সংখক ক্লাশের পর প্রকটিক্যাল ভাইভা নেওয়া হয় ।
- কোর্স শেষে প্রকটিক্যাল ও ভাইভা পরীক্ষা নিয়ে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত সাটিফিকেট প্রদান করা হবে।